Saturday, 27 July 2019

পরীদের দেশ

ছেলেবেলায় শুনেছি
ওই পাহাড়ের ওপরে
পরীদের এক দেশ আছে
সেখানে রঙীন রামধনু ওঠে
আর প্রজাপতি দের মত
পাখনা মেলে পরীরা
উড়ে বেড়ায়
বড় হয়ে এসব ভুলেই গেছিলাম
আজ যখন হঠাৎ
পাহাড়টাকে দেখতে পেলাম
দেখি সত্যি ই এক রামধনু উঠেছে
ছেলেবেলার গল্প মনে পড়ল
এই রূপকথা হীন ধূসর জীবনে
ফিরে এলো রঙের বাহার

No comments:

Post a Comment