ছেলেবেলায় শুনেছি
ওই পাহাড়ের ওপরে
পরীদের এক দেশ আছে
সেখানে রঙীন রামধনু ওঠে
আর প্রজাপতি দের মত
পাখনা মেলে পরীরা
উড়ে বেড়ায়
বড় হয়ে এসব ভুলেই গেছিলাম
আজ যখন হঠাৎ
পাহাড়টাকে দেখতে পেলাম
দেখি সত্যি ই এক রামধনু উঠেছে
ছেলেবেলার গল্প মনে পড়ল
এই রূপকথা হীন ধূসর জীবনে
ফিরে এলো রঙের বাহার
No comments:
Post a Comment