ভালো ভাবেই জানি আমি
যদি কাউকে বাঁচাতে গিয়ে
আমি মারা পড়ি
সবাই আমার প্রশংসা করবে
বলবে কত ই না ভালো লোক
ছিলাম আমি
বেঁচে থাকতে যারা পাত্তা দেয়নি
আমাকে কোনদিন
তারাও কাঁদবে আমার জন্য
এসব শোনার জন্য কিন্তু
আমি বেঁচে থাকবো না
এমনিতেই আমি মানুষটা অন্তর্মূখী
কোন কিছুতেই বাড়াবাড়ি পছন্দ করিনা
নিজেকে নিয়ে তো নয় ই
কিন্তু তাই বলে কি বাঁচাতে যাবো না
চোখের সামনে কাউকে মরতে দেখে
না আমি পারবো না সেটা
আমি যাবোই
আমাকে কেউ আটকাতে পারবে না
এমনকি আমি নিজেও
#কবিতা #JustArunangshu
যদি কাউকে বাঁচাতে গিয়ে
আমি মারা পড়ি
সবাই আমার প্রশংসা করবে
বলবে কত ই না ভালো লোক
ছিলাম আমি
বেঁচে থাকতে যারা পাত্তা দেয়নি
আমাকে কোনদিন
তারাও কাঁদবে আমার জন্য
এসব শোনার জন্য কিন্তু
আমি বেঁচে থাকবো না
এমনিতেই আমি মানুষটা অন্তর্মূখী
কোন কিছুতেই বাড়াবাড়ি পছন্দ করিনা
নিজেকে নিয়ে তো নয় ই
কিন্তু তাই বলে কি বাঁচাতে যাবো না
চোখের সামনে কাউকে মরতে দেখে
না আমি পারবো না সেটা
আমি যাবোই
আমাকে কেউ আটকাতে পারবে না
এমনকি আমি নিজেও
#কবিতা #JustArunangshu
No comments:
Post a Comment