Thursday, 25 July 2019

সুগন্ধের ঘ্রাণ

সে পাশ দিয়ে হেঁটে গেলে
এক অদ্ভুত সুগন্ধের ঘ্রাণ
আলগা করে দেয় নিমেষে
নির্লজ্জের মত আমার প্রাণ
ভেতরে নিয়ে চাপা উত্তেজনা
অবশ হয়ে আসে সারা শরীর
বুকের ভেতর সাগরের ঢেউ
ডাকে আমায় অতল গভীর
হয়ে ওঠেনি এখনো জানা
তার নাম অথবা পরিচয়
অথচ তার অপেক্ষায় থাকে
কেন উন্মুখ আমার এ হৃদয়

No comments:

Post a Comment