একটু একটু করে আগুন
ছড়িয়ে পড়ছে মাটির নীচে
পাথরের গভীর সুড়ঙ্গ বেয়ে
তীব্র আক্রোশে লেলিহান স্রোতে
এই আগুন ধিকিধিকি জ্বলে
চোরা গলি ঘুঁজির ফাঁকে
শিরায় উপশিরায় রক্তের মাঝে
এক অদ্ভুত হিংস্রতায়
চাপা আবেগের দিক ভুল পথে
তোমার আমার উদাসীনতায়
থমকে আছে আজ হয়তো
কিন্তু কাল ঠিক হবে নিশ্চয়
বিধ্বংসী সেই অগ্নুৎপাত্
সেই আগুন রেহাই দেবে না
কাউকে করবে না ক্ষমা
সব কিছু পুড়িয়ে করবে ছাই
যা কিছু করেছ তিলে তিলে সঞ্চয়
আগুনের ধর্মই এমন
কাউকে ছাড়ে না কাউকে মানে না
No comments:
Post a Comment