Monday, 29 July 2019

পাহাড়ের স্মৃতি

শীতের ছোঁয়া লাগা
সেই সব পাহাড়ী গ্রাম গুলো
আঁকা বাঁকা চড়াই উৎরাই
রোদ্দুরে পিঠ দিয়ে
ধোঁয়া ওঠা গরম চায়ে ফুঁ
ক্রমশঃ তলানী জমা এই জীবনে
লুকিয়ে থাকা এক চিলতে সুখ
বেঁচে থাকার জন্য বার বার
ফিরে যায় তাদের টানে
যে স্বপ্ন গুলো রেখেছিলাম
সাজিয়ে ওই সবুজের ভাঁজে ভাঁজে
একদিন কুয়াশায় ঢেকে যাবে
চারিদিকে সব চরাচর
হয়তো সন্ধ্যের সেই অন্ধকারে
খুঁজে পাব পথের শেষ ঠিকানা

#কবিতা #বিপন্নবিস্ময় #JustArunangshu

No comments:

Post a Comment