শীতের ছোঁয়া লাগা
সেই সব পাহাড়ী গ্রাম গুলো
আঁকা বাঁকা চড়াই উৎরাই
রোদ্দুরে পিঠ দিয়ে
ধোঁয়া ওঠা গরম চায়ে ফুঁ
ক্রমশঃ তলানী জমা এই জীবনে
লুকিয়ে থাকা এক চিলতে সুখ
বেঁচে থাকার জন্য বার বার
ফিরে যায় তাদের টানে
যে স্বপ্ন গুলো রেখেছিলাম
সাজিয়ে ওই সবুজের ভাঁজে ভাঁজে
একদিন কুয়াশায় ঢেকে যাবে
চারিদিকে সব চরাচর
হয়তো সন্ধ্যের সেই অন্ধকারে
খুঁজে পাব পথের শেষ ঠিকানা
#কবিতা #বিপন্নবিস্ময় #JustArunangshu
No comments:
Post a Comment