অনেক কিছুই তো বদলে গেছে
তবু এখনো তো মাঝে মাঝে
ভালো লাগে ভাবতে এটাই
যে এই পৃথিবীতে কেউ আছে
যে আমার কথা ভেবেই বেঁচে আছে
আমার স্বপ্ন জড়িয়ে যে শুতে যায়
সকালে আমায় ডেকে ঘুম ভাঙ্গায়
বিষাদে আমার তার চোখে আসে জল
আনন্দে মুখ তার অনায়াসে ঝলমল
আমার হাত আরো বেশি শক্ত করে
অচেনা নির্জন পথে সে নিজেই ধরে
ভাল লাগে তার উষ্ণ ছোঁয়ায়
আর নিঃশ্বাসের নরম ধোঁয়ায়
যখন সে বুঝিয়ে দেয় আমায়
বাঁচার জন্য এখনই তো সময়
#কবিতা #JustArunangshu
No comments:
Post a Comment