সময়ের সমান্তরাল রেখাতে
দুটি জীবন আমাদের
ছুঁয়ে দেখার ইচ্ছা হলেও
কোনো উপায় নেই
তাই মুখোমুখি হলে
দূর থেকে কেবল ভাবি
কতটা আলাদা আমরা
আবার কোথায় যেন
অনেকটাই মিল আমাদের
এই আপাত নিরীহ
অথচ জটিল
সম্পর্কের টানাপোড়েনে
পড়ে গিয়ে খেয়াল করি
অনেক কিছুই
রয়ে গেছে অনুচ্চারিত কথা
আমাদের মাঝে
এক নিঃশ্বাসে ফিসফিস করে
বলে ফেলি আজগুবি কথাগুলো
ভুতুড়ে গল্পের মত
নিজেকেই
#JustArunangshu #কবিতা
05.07.2019
No comments:
Post a Comment