Sunday, 28 July 2019

টানাপোড়েন

সময়ের সমান্তরাল রেখাতে
দুটি জীবন আমাদের
ছুঁয়ে দেখার ইচ্ছা হলেও
কোনো উপায় নেই
তাই মুখোমুখি হলে
দূর থেকে কেবল ভাবি
কতটা আলাদা আমরা
আবার কোথায় যেন
অনেকটাই মিল আমাদের
এই আপাত নিরীহ
অথচ জটিল
সম্পর্কের টানাপোড়েনে
পড়ে গিয়ে খেয়াল করি
অনেক কিছুই
রয়ে গেছে অনুচ্চারিত কথা
আমাদের মাঝে
এক নিঃশ্বাসে ফিসফিস করে
বলে ফেলি আজগুবি কথাগুলো
ভুতুড়ে গল্পের মত
নিজেকেই

#JustArunangshu #কবিতা
05.07.2019

No comments:

Post a Comment