মারা যাওয়ার আগে একবার
বুকের খাঁচার শেষ নিঃশ্বাস নিংড়ে দিয়ে
শেষ বারের মত চোখ বন্ধ করে
আমি খুঁজবো তোমায়
সেই অন্ধকারে এসো তুমি আলোর মালায়
ভাসিয়ে দিয়ে যেও সমস্ত চেতনার
আনাচে কানাচে কোনে বা প্রান্তরে
তীব্র স্ফুলিঙ্গের জ্বলজ্বল শিখায়
বর্ষার বেগবতী নদীর প্রবাহে
আমার হৃদয় ছুঁয়ে কড়া নেড়ে বিলি করে দিও
সেই চিঠি গুলো যা কোনদিন পৌঁছতে পারেনি
আমার ছন্নছাড়া যাযাবর জীবনের ঠিকানায়
ফিস ফিস করে সান্ত্বনা জড়ানো কণ্ঠে
আমার নাম ধরে ডেকে বুঝিও দিও
তোমার কাছ থেকে কত কি পাবার ছিল আমার
আর এই শেষ বেলায় এসে কত কি হারালাম
No comments:
Post a Comment