Thursday, 7 November 2019

চিরকাল

চিরকাল কতদিন স্থায়ী হয় সময়ের হিসাবে
গ্রীষ্ম শীত বসন্তের স্মৃতি নিয়ে
কতদিন বেঁচে থাকে বিশাল মহীরুহ
পূর্ণিমার আলো গায়ে মেখে 
শিশির ভেজা সন্ধ্যা গুলির সাথে
সারি সারি কবরের 'পরে
রেখে দিয়ে শুকনো পাতার দীর্ঘশ্বাস
কতদিন লাগে শুকিয়ে যাওয়া শেকড়ের
মাটির গভীরে অঙ্গার হয়ে যেতে 
তারপর লাভা স্রোতের সাথে মিশে
একদিন পুড়ে ছাই হয়ে যাওয়া
চিরকাল ই এই ভাবে শেষ হয় চিরকাল

No comments:

Post a Comment