Wednesday, 28 August 2019

অবস্থান

একটু ঘুরিয়ে, উল্টে পাল্টে দেখলে
মনে হয় এমনটাই ঠিক
কতবার এভাবেই ভুল ভেঙে যায়
কাছ থেকে দেখে
কত কি অন্য রকম মনে হয়
দৃষ্টিভঙ্গি দৃষ্টিকোণ সব কিছুই
বদলে যায় সময়ের সাথে
ভেবে হাসি পায় কি মূর্খের মতই
বিশ্বাস করে এসেছি
যা আদপেই সত্যি ছিল না
এদিকে সময় বয়ে যায় প্রচণ্ড বেগে
এই গ্রহ ঘুরপাক খায় সূর্যের চারিধারে
তার চেয়ে অনেক বেশি গতিতে
অবস্থান প্রতি নিয়ত পাল্টে যায়
দেখে বোঝা যায় না বুঝে নিতে হয়
#বিপন্নবিস্ময়

Saturday, 24 August 2019

সে আছে

সে এসেছিল
আমায় ভালোবেসেছিল
ভালোবাসা পেয়েছিল
তারপরে চলে গিয়েছিল
অনেক দূরে
আমাদের সবাইকে ছেড়ে
কোথায় আছে কেমন আছে
কিভাবে আছে সে
কেউ জানে না
জানতে পারবেও না
তবু আজ ও যখন সূর্য ওঠে
তার রোদের ছটায় মাঠে
নাম না জানা যে ফুল ফোটে
তাদের পাখিরা এসে ডাকে
তখন মনে পরে তাকে
ভালো লাগার সেই ব্যথা
মনে করিয়ে দেয় তার কথা
বুঝি হৃদয়ের অন্তরে
ছড়ানো তেপান্তরে
সে আছে
সে আমার সাথেই আছে

Friday, 23 August 2019

ভাস্কর্য

মাথার ওপরে ছাদে ও দেয়ালে
কারু কার্যে ভরা লতা পাতার
অত দূর নাগাল পাই না
একটা সিঁড়ি পেলে ভালো হত
কাছ থেকে ওই ভাস্কর্য বোঝা যেত

Sunday, 18 August 2019

পচা গন্ধ

ওপর থেকে আঁচড় কেটে
দেখলে বোঝার উপায় নেই ভেতরে কতটা গলে গেছে
সিন্দুকে আগলে রাখা
পুরোনো চিন্তাধারার সম্পদ
তবু ও এখনো মাথা নেড়ে
এড়িযে যাওয়া দেওয়ালের লিখন
নিজের ভেতরে ওঠা দ্বন্দ্বের
উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে
বিপ্লব পথ ভুল করে চলে গেছে
কিন্তু জীবন থেমে থাকেনি
শীত গ্রীষ্ম বর্ষায় পেটের তাগিদে
কাম ক্রোধ লালসার আগুনে
এই প্রান্তর থেকে তেপান্তরে
দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে
সিন্দুক খুলতে হবেই একদিন
পচা গন্ধের ভয়ে খোলা হয় না

বিগত দিনের স্মৃতি

টানা পর্দার ফাঁক দিয়ে
সূর্যের আলো উঁকি দিয়ে ডাকে
জানালার পাশে গাছের ডালে বসা
পাখিদের কিচির মিচির গান
অদ্ভুত সুরেলা মুহূর্ত গুলো
বিগত দিনের সেই
প্রিয় দিনগুলির স্মৃতি
ধোঁয়া ওঠা সোনালী সকাল
আর শিশির মাখা সবুজ ঘাস
এক সময় এমনি ই ছিল
এরকম ই থাকার কথাও ছিল

Wednesday, 14 August 2019

চোরাবালি

সময়ের চোরাবালি
গ্রাস করছে তোমায়
ক্রমশঃ ডুবে যায় অস্তিত্ব
কালের সংক্রান্তি সময়
হেরে যাওয়া নিশ্চিত এখন
আবছা আলোতে
কাঁপা ছায়ারা অপেক্ষা করে
অন্ধকার ঘনিয়ে আসার
দ্বিধার অবকাশ নেই
বাড়িয়ে দাও হাত
তলিয়ে যাবার আগে
আমার সাহায্যের প্রয়োজন তোমার
ঠিক তেমন ই আমার ও দরকার তোমায়

Thursday, 8 August 2019

মাকড়সার জাল

অন্ধকারে দেখা যায় না
সূক্ষ্ণ মাকড়সার জাল
কিভাবে জড়িয়ে রাখে 
কত প্রেম, ভালোবাসা,রাগ,হিংসা
তোমার ভেতরেও উঁকি দিয়ে দেখো
দেখবে জাল বিছানো আছে
হৃদয়ের অন্তস্থল থেকে মাথার গভীরে
তোমার যা কিছু সব
সেই জালে আটকে আছে
চাইলেও কি বেরিয়ে আসতে পারবে
সেই ফাঁদ থেকে
পারবে
যদি আলো ফেলে সেই জাল
চোখে পড়ে এক বার
চেষ্টা করেই দেখো না

Wednesday, 7 August 2019

ভোলা মন

খাঁচার ভিতর জীবন কাটলো রে মন
আকাশ দেখা হলো না
মাটি কে আঁকড়ে ধরতে গিয়ে
ডানা মেলা হলো না
আর ও বেশী করে পেতে গিয়ে
কিছুই পাওয়া হলো না
খাঁচার থেকে বাইরে এসে
জলকে চেনা হলো না
নদীর ধরে বানিয়ে বাসা
সাঁতার শেখা হলো না
আজ বানের জলে মাটি ভেসে
সব হারালো ধুয়ে মুছে
জলে ডোবা মানুষটাকে আনতে তুলে রে ভোলা মন
হাত বাড়িয়ে এগিয়ে এসে
কাউকে দেখা গেল না

Sunday, 4 August 2019

নরম দুঃখ

শান্ত নিস্তব্ধতার মাঝে
সময়ের ধীর গতি
দীর্ঘ প্রতীক্ষার প্রহর
নিজের জমানো গল্পের
ঝাঁপি খুলে দেখে নেওয়া
ডায়েরীর এর পাতা উল্টে
হাত বুলিয়ে পরশ করে
প্রাচীন অলংকার এর মত
নরম দুঃখের সেই ছোঁয়াগুলো
আবার নেড়ে চেড়ে দেখা
স্মৃতির মেঘলা আকাশ
আজ ও চোখের কোণ
ভিজিয়ে দিয়ে যাবে মনে হয়
#কবিতা #JustArunangshu

Saturday, 3 August 2019

বটগাছ

ঘন ঝুড়ি নেমে আসা
সবুজ পাতায় ভরা
বিশাল এক বটগাছ
বিরাট ছায়া তার
অনেক পাখির কলতান
কাঠ বিড়ালী দের আনাগোনা
ঘোর বর্ষাতে সকলের আশ্রয়
নিমেষে আকাশ থেকে
নেমে আসা বিদ্যুতের ঝলক
গোটা গাছ টা পুড়ে ছাই
চোখের সামনে দাউ দাউ করে
কি ভয়াবহ সেই দৃশ্য
ঘুমের মাঝে আমায়
দুঃস্বপ্নের মত তাড়া করে
বিগত জন্মের কোনো স্মৃতি

#কবিতা  #JustArunangshu

ভুল

যদি পারতাম উজাড় করে 
নি:শেষ করে ছুড়ে ফেলে দিতে
বাতাসে উড়ো খই এর মত
দুই হাতের ফাঁক দিয়ে
গলে বেরিয়ে যেত
জমানো রাগ আর অভিমান
দমকা হাওয়াতে সাফ হয়ে যেত
স্পর্শ কাতর জীবন আর
সন্দেহের গোপন সূক্ষ্ম জাল
ওজন কমে যেত অদৃশ্য বোঝার
বোকার মত না বুঝেই
যে ভুল গুলো জমিয়ে গেছি
সারা জীবন ধরে সযত্নে
কোনো কাজে ই আসলো না
শুধু কষ্ট দিলো খাড়া এই পথে

#কবিতা #JustArunangshu

মায়াবিনী

রক্ত সন্ধ্যায় যখন
সিঁদুরে রাঙা আকাশ
ধীরে ধীরে অন্ধকার
ছেয়ে ফেলে চারিদিক
বিলুপ্ত প্রায় চরাচর
কার আশায় সেজে ওঠে
রোশনাই এর পসরা সাজিয়ে
মায়াবিনী চোখের ইশারায়
বিশাল অট্টহাসে
এই রাতের শহর ভেসে যায়
বেলেল্লা বিলাসে
কবির কল্পনা নিছক মুহূর্তের
স্থান নেই তার বাস্তব জগতের
শরীরের কোনো খাঁজে

#কবিতা #JustArunangshu

ব্যবধান

নৈ:শব্দের ব্যবধান
দুজনার মাঝে
অদৃশ্য পর্দার মত
মাঝে মাঝে নাড়া দিয়ে
জানান দিয়ে যায়
তার অমোঘ উপস্হিতি
ক্রমশ: বেড়ে ওঠা
ভুল বোঝাবুঝি গ্রাস করে
অবহেলায় ফেলে রাখা জমি
অপচয়ের হাত ধরে
ক্ষয়ে যাওয়া শিকড়
আলগা হতে হতে
কখন যে বেরিয়ে আসে
না বলা কথা গুলো
আবর্জনার স্তুপ হয়ে জমে
ক্রমশ: দুর্গন্ধ ছড়ায়

#JustArunangshu #কবিতা

চক্রান্ত

আবছা আলোতে কাঁপা

ছায়াগুলো ফিস ফিস করে

গোপন রহস্যের কথা বলে

মাঝরাতের আকাশ

মহাসমুদ্রের মত বিস্তৃত

সেখানে আমি সাঁতার কাটি

নিজের ভাগ্য কে সম্বল করে

জাহাজডুবি হওয়া এক নাবিক

চাঁদের মায়াবী আলোয়

তারাদের মুচকি হাসিতে

কোন মহাজাগতিক চক্রান্তের

হদিস পাই আমি

#JustArunangshu
#কবিতা

কঙ্কাল

তেপান্তরের মাঠের মাঝে
নিশুতি রাতের ডাকে
চামড়া মেদ মজ্জার খোলস
থেকে বেরিয়ে এসে
খেলা করে
কিছু অচেনা কঙ্কাল
নীলাভ চাঁদের আলোতে
তাদের অট্টহাসি শুনে
বুঝতে পারি
আমাদের ক্রমাগত ভুলে
তারা বেশ মজা পাচ্ছে
ঠাহর করে দেখলে
ওদের অনেকের ই মুখ
চেনা চেনা ঠেকবে
ওরা আমাদের মাঝেই
ছিল এতদিন
আজ খোলস ছেড়ে
বাইরে আসার সাহস পেয়েছে

#কবিতা #বিপন্নবিস্ময় #JustArunangshu

Friday, 2 August 2019

সমুদ্র

এই বালুকাবেলা
ভীষণ চেনা আমার
তাই বার বার এখানে ফিরে আসি
সমুদ্র তটে দাঁড়িয়ে
ঢেউ দের দেখি মন দিয়ে
বুঝতে চেষ্টা করি ওদের মন
আজ কেমন আছে
শান্ত নিবিড়তায়
পা ভিজিয়ে চলে যাবে
নাকি আছড়ে পড়বে উত্তাল হয়ে
সমুদ্রের ঢেউ
হৃদয়ের প্রতিধ্বনি তোলে
আকাশ কে সাক্ষী রেখে
তার নোনা জল
আমাদের কান্নার শেষ পরিণতি