কি খুঁজি নিজেই বুঝিনা
যা খুঁজি তা পাবার জন্য
আমি কি তৈরী তাও জানিনা
হঠাৎ দেখি ভবিষ্যৎ
আমার দরজায় কড়া নাড়ে
মূর্ত্তিমান বর্তমান হয়ে
তখন মনে পড়ে যায়
গতকাল তার দেওয়া কথা
অতীত রেখেছে কিন্তু
সে ভুলে যায়নি শুধু আমিই
আগামীকাল কে দেখে চমকে গেলাম
#কবিতা #JustArunangshu