Wednesday, 31 July 2019

দেওয়া কথা

কি খুঁজি নিজেই বুঝিনা
যা খুঁজি তা পাবার জন্য
আমি কি তৈরী তাও জানিনা
হঠাৎ দেখি ভবিষ্যৎ
আমার দরজায় কড়া নাড়ে
মূর্ত্তিমান বর্তমান হয়ে
তখন মনে পড়ে যায়
গতকাল তার দেওয়া কথা
অতীত রেখেছে কিন্তু
সে ভুলে যায়নি শুধু আমিই
আগামীকাল কে দেখে চমকে গেলাম

#কবিতা #JustArunangshu

Monday, 29 July 2019

পাহাড়ের স্মৃতি

শীতের ছোঁয়া লাগা
সেই সব পাহাড়ী গ্রাম গুলো
আঁকা বাঁকা চড়াই উৎরাই
রোদ্দুরে পিঠ দিয়ে
ধোঁয়া ওঠা গরম চায়ে ফুঁ
ক্রমশঃ তলানী জমা এই জীবনে
লুকিয়ে থাকা এক চিলতে সুখ
বেঁচে থাকার জন্য বার বার
ফিরে যায় তাদের টানে
যে স্বপ্ন গুলো রেখেছিলাম
সাজিয়ে ওই সবুজের ভাঁজে ভাঁজে
একদিন কুয়াশায় ঢেকে যাবে
চারিদিকে সব চরাচর
হয়তো সন্ধ্যের সেই অন্ধকারে
খুঁজে পাব পথের শেষ ঠিকানা

#কবিতা #বিপন্নবিস্ময় #JustArunangshu

Sunday, 28 July 2019

টানাপোড়েন

সময়ের সমান্তরাল রেখাতে
দুটি জীবন আমাদের
ছুঁয়ে দেখার ইচ্ছা হলেও
কোনো উপায় নেই
তাই মুখোমুখি হলে
দূর থেকে কেবল ভাবি
কতটা আলাদা আমরা
আবার কোথায় যেন
অনেকটাই মিল আমাদের
এই আপাত নিরীহ
অথচ জটিল
সম্পর্কের টানাপোড়েনে
পড়ে গিয়ে খেয়াল করি
অনেক কিছুই
রয়ে গেছে অনুচ্চারিত কথা
আমাদের মাঝে
এক নিঃশ্বাসে ফিসফিস করে
বলে ফেলি আজগুবি কথাগুলো
ভুতুড়ে গল্পের মত
নিজেকেই

#JustArunangshu #কবিতা
05.07.2019

Saturday, 27 July 2019

আগুন

একটু একটু করে আগুন
ছড়িয়ে পড়ছে মাটির নীচে
পাথরের গভীর সুড়ঙ্গ বেয়ে
তীব্র আক্রোশে লেলিহান স্রোতে
এই আগুন ধিকিধিকি জ্বলে
চোরা গলি ঘুঁজির ফাঁকে
শিরায় উপশিরায় রক্তের মাঝে
এক অদ্ভুত হিংস্রতায়
চাপা আবেগের দিক ভুল পথে
তোমার আমার উদাসীনতায়
থমকে আছে আজ হয়তো
কিন্তু কাল ঠিক হবে নিশ্চয়
বিধ্বংসী সেই অগ্নুৎপাত্
সেই আগুন রেহাই দেবে না 

কাউকে করবে না ক্ষমা
সব কিছু পুড়িয়ে করবে ছাই
যা কিছু করেছ তিলে তিলে সঞ্চয়
আগুনের ধর্মই এমন
কাউকে ছাড়ে না কাউকে মানে না

পরীদের দেশ

ছেলেবেলায় শুনেছি
ওই পাহাড়ের ওপরে
পরীদের এক দেশ আছে
সেখানে রঙীন রামধনু ওঠে
আর প্রজাপতি দের মত
পাখনা মেলে পরীরা
উড়ে বেড়ায়
বড় হয়ে এসব ভুলেই গেছিলাম
আজ যখন হঠাৎ
পাহাড়টাকে দেখতে পেলাম
দেখি সত্যি ই এক রামধনু উঠেছে
ছেলেবেলার গল্প মনে পড়ল
এই রূপকথা হীন ধূসর জীবনে
ফিরে এলো রঙের বাহার

Friday, 26 July 2019

চেনা বৃত্ত

সময়ের ছোট ছোট বিস্ফোরণ
আর স্তব্ধতার যতি চিহ্নে
ভাসমান উড়ো খই এর মত
এই যে আমি রয়েছি এভাবে
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে
অথচ ঠিক নিজের সাথেই জুড়ে
ঘুরে চলেছি চেনা বৃত্তের
কিছুটা গতানুগতিক পথে
এভাবেই গড়ানো জলের ধারা
নিজের হিসেবে তল খুঁজে নেবে

17.07.2019

#কবিতা

Thursday, 25 July 2019

সুগন্ধের ঘ্রাণ

সে পাশ দিয়ে হেঁটে গেলে
এক অদ্ভুত সুগন্ধের ঘ্রাণ
আলগা করে দেয় নিমেষে
নির্লজ্জের মত আমার প্রাণ
ভেতরে নিয়ে চাপা উত্তেজনা
অবশ হয়ে আসে সারা শরীর
বুকের ভেতর সাগরের ঢেউ
ডাকে আমায় অতল গভীর
হয়ে ওঠেনি এখনো জানা
তার নাম অথবা পরিচয়
অথচ তার অপেক্ষায় থাকে
কেন উন্মুখ আমার এ হৃদয়

Wednesday, 24 July 2019

কেউ আছে

অনেক কিছুই তো বদলে গেছে
তবু এখনো তো মাঝে মাঝে
ভালো লাগে ভাবতে এটাই
যে এই পৃথিবীতে কেউ আছে
যে আমার কথা ভেবেই বেঁচে আছে
আমার স্বপ্ন জড়িয়ে যে শুতে যায়
সকালে আমায় ডেকে ঘুম ভাঙ্গায়
বিষাদে আমার তার চোখে আসে জল
আনন্দে মুখ তার অনায়াসে ঝলমল
আমার হাত আরো বেশি শক্ত করে
অচেনা নির্জন পথে সে নিজেই ধরে
ভাল লাগে তার উষ্ণ ছোঁয়ায়
আর নিঃশ্বাসের নরম ধোঁয়ায়
যখন সে বুঝিয়ে দেয় আমায়
বাঁচার জন্য এখনই তো সময়

#কবিতা #JustArunangshu

একলা অবেলায়

এই একলা অবেলায়
কি ফিরে পেতে চাও
বিষণ্নতার সীমানা পেরিয়ে
একটানা ঢেউয়ের আঘাতে
সেই বালুকাবেলায়
এখানে ওখানে আছে
শুধুই স্মৃতি রা ছড়িয়ে
কান পেতে শোনা যায়
হাওয়াতে ফিস ফিস শব্দের
যে মৃদু অনুরণন
তার উৎস সন্ধানে কতদূর
যেতে পারে ক্লান্ত হৃদয়
সন্ধ্যা যে নামছে এখন

#কবিতা #বিপন্নবিস্ময়
#justarunangshu

Tuesday, 23 July 2019

পুরোনো সময়

এই নিস্তব্ধতার মাঝে আমাদের
দুজনের হৃদয়
অদৃশ্য সুতোর মত জড়িয়ে গেছে
পুরোনো সময়
একদিন যা ছিল সরল সহজ সব
প্রশ্নের উত্তর জানা

আজ কঠিন লাগে কোন জটিল
অঙ্কের মত অচেনা

Sunday, 21 July 2019

ভালো ভাবেই জানি

ভালো ভাবেই জানি আমি
যদি কাউকে বাঁচাতে গিয়ে
আমি মারা পড়ি
সবাই আমার প্রশংসা করবে
বলবে কত ই না ভালো লোক
ছিলাম আমি
বেঁচে থাকতে যারা পাত্তা দেয়নি
আমাকে কোনদিন
তারাও কাঁদবে আমার জন্য
এসব শোনার জন্য কিন্তু
আমি বেঁচে থাকবো না
এমনিতেই আমি মানুষটা অন্তর্মূখী
কোন কিছুতেই বাড়াবাড়ি পছন্দ করিনা
নিজেকে নিয়ে তো নয় ই
কিন্তু তাই বলে কি বাঁচাতে যাবো না
চোখের সামনে কাউকে মরতে দেখে
না আমি পারবো না সেটা
আমি যাবোই
আমাকে কেউ আটকাতে পারবে না
এমনকি আমি নিজেও

#কবিতা #JustArunangshu