Sunday, 29 September 2019

সমুদ্র পরী

ভঙ্গুর তরঙ্গগুলির ক্লান্তিহীন উদ্দাম আদরে
গোধূলির গোলাপি দিগন্ত জুড়ে
বিদায়ী দিনের রেশ
ধীরে ধীরে গ্রাস করে চরাচর
সব দিক মুছে যায়
রহস্যের ছোঁয়া লাগা রাতের অন্ধকারে
অস্থির গভীরতায়
কিসের আকাঙ্ক্ষা নিয়ে
সমুদ্রের পরী ফ্যাকাশে চাঁদ এর
সাথে ফিসফিস করে কথা বলে
জ্যোৎস্নার আলোতে

Thursday, 26 September 2019

পিতামহের মুখ

গতকাল ম্লান গোধূলির আলোয়
মেঘের মাঝে হঠাৎ দেখি
আমার পিতামহের মুখ
শান্ত সমাহিত কিন্তু কিছুটা মলিন
যেন কোন দুঃখের খবর দিতে চান
ছিন্নবিচ্ছিন্ন আমি দেখি দূর থেকে
তাঁর অসহায় মুখ
তাঁর দুঃখের কারন জানিনা আমি
অথচ মনে হয় যদি পাশে বসে
হাত দুটি ধরে ফিরে যেতে
পারতাম শৈশবের দিনে
হয়ত বেশ খুশি হতেন তিনি
আমিও কিছুটা হালকা হতে পারতাম

Wednesday, 25 September 2019

আমার বিবেক

আমার বিবেক
প্রতিদিন আমি ধুয়ে মুছে সাফ রাখি
যাতে কোন দাগ দেখা না যায়
খেয়াল রাখি কোন গর্তের ভিতর
দিয়ে কোন অবান্তর প্রশ্ন এসে
বাসা না বাঁধে
মাঝে মাঝে লোক জনের সামনে
এই পরিস্কার পরিচ্ছন্ন
বিবেকের কথা বলে বাহবা কুড়াই
তবে ইদানীং লক্ষ্য করছি
কেমন যেন চটচটে তরল
লেগে রয়ে থাকে
জানিনা বাইরের কোনো প্রভাব
নাকি ভেতর থেকে রক্তের ক্ষরণ

Tuesday, 24 September 2019

আমি যন্ত্র

আমি যন্ত্র আমার হৃদয় নেই
তাই যন্ত্রনা নেই
সূক্ষ্ম তারে বাঁধা ক্ষুদ্র টুকরোগুলো
আমার শরীরে বাঁধা
আমার মন বলে কিছু নেই
আমাকে যা করতে বলা হয়
আমি করি নিশ্চিত ভাবে
অবধারিত লক্ষ্যে যাওয়াই আমার কাজ
আমার মস্তিস্ক বিচার করে না
আমার অনুভূতি বিদ্যুতের তরঙ্গ খেলা করে লক্ষ কোটি বাইনারি কোডের সংগ্রহ
অদ্ভুত হিজিবিজি সংকেতে
যার কাছে আমার পাসওয়ার্ড আছে
আমি শুধু তার বিশ্বস্ত দাস
তবে ভালোবাসা পাবে না আমার কাছে
আনুগত্য কি জিনিষ বুঝি না
আমি যন্ত্র আমার হৃদয় নেই

Thursday, 12 September 2019

ভেজা দিন

বর্ষা ধারায় এই ভেজা ভেজা দিন
তোমার মাঝে হারিয়ে যাওয়ার দিন
শরীরে শরীর ছুঁয়ে উত্তাপ নেওয়ার দিন
আবছা আলোয় তোমায় আবিষ্কারের দিন
তোমার নরম পরশ মেখে শুয়ে থাকার দিন
তোমার এলানো চুলের গন্ধ শোঁকার দিন
আর ও বেশি করে তোমাকে কাছে পাবার দিন
ফুঁসে ওঠা আবেগের ধারায় বয়ে যাওয়ার দিন
ফিরে ফিরে আসুক এই দিন জীবনে প্রতিদিন

Thursday, 5 September 2019

বিপদের হাতছানি

ধীরে ধীরে কোনো অজানা নেশার
শিরায় শিরায় ছড়িয়ে পড়া
এক অস্থির উত্তেজনা
বিষাক্ত মাকড়সার বোনা বিভ্রমের জাল
আহত শ্বাপদ অপেক্ষা করে
শিকারের সন্ধানে
বিপদের হাতছানি প্রতি পদে
তবু রহস্যের প্রলোভন
টেনে আনে নতুন ভাগ্য সন্ধানী
অপরিচিত আগন্তুকের আর্ত চিৎকার
অন্ধকার এ হারিয়ে যাবে
গাছের পাতার শিহরণ জাগিয়ে
আগুনের আহ্বানে অগ্নিস্নান
কীট পতঙ্গের অমোঘ নিয়তি