Sunday, 22 November 2020

নির্জন অন্ধকার ঘর

 প্রথম আঘাতের সেই চিহ্ন গুলো 

গভীর ক্ষত হয়ে রয়ে গেলো অস্তিত্বের ঠিকানায়

তারপরে এই পৃথিবীতে কত দিন থেকে রাতে 

বদলেছে অনেক কিছুই আনন্দ বেদনাতে 

সংশয় আর অবিশ্বাসের দোলাচলে 

বাস্তব ও কল্পনার অভেদ্য মায়াজালে

এক নির্জন অন্ধকার ঘর হয়ে পড়ে ছিলাম

বাইরে থেকে আসা যাওয়া কেউ করেনি কোন দিন 

স্নিগ্ধ মোমবাতির আলো হয়ে তুমি হঠাৎ এলে 

এক দিন সেই বন্ধ দরজার আগল ভেঙে

আলো তে আঁধারে  মেশা সেই  মিলন আবেশ 

কাঁপা  কাঁপা  ছায়ার  মায়াতে বাঙময় হয়ে 

রেখে গেলো কিছু উজ্জ্বল রঙিন দাগ 

বিবর্ণ ছোপ ধরা দেওয়ালের গায়ে 


Monday, 26 October 2020

শুধু চা দিলে?

 

শুধু চা দিলে?

সাথে বিস্কিট দিলে না

বেশি বিস্কিট খাওয়া ভালো নয়
বয়স হচ্ছে এবার কমাও এসব

বেশ তবে একটু বিষ দাও
এই কীটের জীবন বেঁচে থাকতে
আর ভালো লাগছে না

বাজে বোকো না
তোমার ভালোর জন্য বলছি

সে জানি
আমার ভালো করাতেই তোমার আনন্দ

আনন্দের কি দেখলে ?
শরীরের যত্ন নিতে হয় বুঝলে

এই তোমার সমস্যা
শুধু শরীর টাই দেখলে মন টা বুঝলে না

মন বলে কিছু হয় না
ও সব লোক দেখানো ঢঙ


Friday, 18 September 2020

একলা

 একেক দিন জেগে উঠে  ঠিক বুঝতে পারি 

কোন কিছুই  যেন ঠিক ঠাক নেই 

এতে দুঃখ বা আনন্দ কোন অনুভূতি হয়না 

কেবল কেমন যেন ছন্নছাড়া একটা ঘোর 

যাই করি তার কোন মানে খুঁজে পাই না 

শেষে বেরিয়ে পড়ি দিশাহীন ভাবে 

এক পা আরেক পায়ের আগে ফেলে 

কোথায় যাই জানিনা জানার ইচ্ছে ও করেনা 

এসব ই কিন্তু তোমার জন্য হয় 

তুমি চলে গিয়ে একলা হয়ে গেছি ঠিক ই 

কিন্তু কোন একাকিত্ব বোধ গ্রাস করে নি আমায় 

কারণ তুমি রয়ে গেছো আমার অস্থি মজ্জায় 

চিনচিনে ব্যথা হয়ে প্রতিনিয়ত যা কষ্ট  দেয়  আমায়


Tuesday, 15 September 2020

বাতিঘর

 সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি 

আমি প্রাচীন বাতিঘর 

আবার নেমেছে রাত 

এই ব্যাপ্ত চরাচর তার 

নিস্তব্ধ অমোঘ আলিঙ্গনে 

এখন সময় চুপ করে 

চুঁইয়ে পড়ে 

আকাশের গায়ের থেকে 

কোন কথার প্রয়োজন নেই 

কোন গল্পের আয়োজন নেই 

শুধু এক প্রহরীর মত দাঁড়িয়ে 

আমি সাক্ষী থাকি 

কিভাবে উড়ে যায় রাত 

সাঁতার কেটে  ঢেউদের সাথে


Sunday, 6 September 2020

মিলন স্নান

হৃদয়ে হৃদয় মিশিয়ে দিয়ে শোনো
আমার হৃদয়ের এই গান 
ফিরে ফিরে আসবে আবার সেই 
ভুলে যাওয়া পুরানো স্মৃতির টান 
মনের অন্তঃস্থল থেকে উঠে আসা 
পরস্পর কে বিশ্বাসের স্থান 
আঙুলে আঙুল ছুঁয়ে অনুভব করো
স্পর্শের মায়াবী আঘ্রান
মৌনতার মাঝে শুনিয়ে যায় আজ 
অন্ধকারে আলো হয়ে জ্বলা প্রাণ
হোক তারা ভরা এই রাতের গভীরে 
চাঁদের আলোয় আমাদের মিলন স্নান 

Thursday, 20 August 2020

প্রেমিক

একদা আমি প্রেমিক ছিলাম 
তারপরে কি যে হল কে জানে
এত প্রেম কোথা দিয়ে চলে গেল
আমাকে নিঃস্ব করে পুরোপুরি
পথ ভুল হল নাকি বদলে গেল
এক বুক ভরা হতাশা কে সঙ্গী করে
বিবর্ণ রং চটা জানালার পর্দা হয়ে
আমি ঝুলে আছি প্রেমহীন অস্তিত্ব নিয়ে
বসন্ত বাতাস দোলা দিয়ে যায়
বর্ষা র ছিটে লেগে ভিজেও যায় 
তবু হারিয়ে যাওয়া সেই রঙ
আর ফিরে আসে না চেষ্টা করেও
বোধহয় আসবেও না আর

#বিপন্নবিস্ময় #JustArunangshu

Thursday, 13 August 2020

বরাদ্দ

যে শ্বাস গুলো নিয়ে বাঁচি আমরা 
এই জীবন থেকে পরের জীবন পর্যন্ত
সে গুলো অনেক কথা বলে যায় 
এবং শেষ পর্যন্ত এভাবেই এখানে
অস্তিত্বের এক সীমাহীন ক্ষেত্র নিয়ে
অনেক কবিতা ফুটে উঠবে 
বসন্তের হাওয়াতে প্রজাপতি হয়ে 
স্মৃতির বাগানে শেষ সূর্যমুখী হয়ে
নির্জনতার মাঝে সমযের আঙ্গুল 
বিলি কেটে যাবে মাথার চুলে
সব ভুলিয়ে দেওয়া সেই ছোঁয়ার পরশে
বেঁচে থাকার জন্য বরাদ্দ রেখো
একটি দিন আর জীবনের কিছু মুহূর্ত