Tuesday, 22 October 2019

তার শরীরের প্রত্যেক ভাঁজে
ঢেউ তোলা উল্লাস
আমার রক্তে আগুন ধরিয়ে দেয়
স্পষ্ট ইঙ্গিত পাই
তছনছ করে দেবে এই ঝড়
আমার সাজানো সংযমের
আপাতগম্ভীর উদাসীন সাধুর খোলস
#বিপন্নবিস্ময়

Sunday, 6 October 2019

শরতের রোদ


এভাবেই পড়ে থাকে অর্ধ সমাপ্ত ক্যানভাস
মরচে ধরা গ্রীলের জানালার ফাঁক দিয়ে
যখন শরতের রোদ এসে উঁকি দেয়
জলছবির রং দিয়ে সাজানো পৃথিবী
মুহূর্তের জন্য স্থির চালচিত্র
এই দৃশ্য আঁকা কি সম্ভব আমার পক্ষে
কিভাবেই বা বন্দী করি একে ক্যামেরার ফ্রেমে
কেউ চাইলেই কি
এই সাম্রাজ্যের মালিক হতে পারে
তার চেয়ে এই ভালো লাগা টুকু থাক
ভালোবাসার ছোঁয়া নিয়ে আমাদের মাঝে


Thursday, 3 October 2019

তোমার চুম্বন

তোমার চুম্বনে নেশা ধরা

কোন সুগন্ধি মশলার স্বাদ পাই

মাতাল করা ফুলের গন্ধ পাই 

নির্জন দ্বীপের মাঝে অজানা লতার খোঁজ পাই

গভীর আশ্লেষে এক তীব্র সুখের ছোঁয়া পাই

কোনো জাদুকরী মায়াতে অবশ হয়ে 

আমি চোরা স্রোতে ভেসে যাই

ইচ্ছের ডানা মেলে তোমার মাঝে

হারিয়ে যেতে চাই

জীবনে সময় বাকি আর কিছু দিন

জানিনা তারপর কি হবে আমার

এই পৃথিবীতে তোমার চুম্বন বাঁচার রসদ 

আর ও বেশী করে তুমি চুম্বন করো আমায়

সহানুভূতির চিহ্ন

প্রাচীন এই নদীর ধারে বিশাল অরণ্যে
সমাহিত আছে সহানুভূতির শেষ চিহ্ন ফলক
আজকের হৃদয়ে বাস করা ধূসর ধন্যবাদ
হঠাৎ মুখোমুখি দ্বৈত বাস্তবের মায়াজালে
অতীত রোমন্থনের নিঃসঙ্গ রঙে ভোর আসে
দীর্ঘ রাতের প্রতীক্ষার পরে পাতা ঝরা বিচরণভূমিতে
প্রতিটি শ্বাসের মধ্যে বেঁচে থাকার গভীর আকাঙ্খা
অতিবাহিত জীবনের খন্ড চিত্রপট মেলে ধরে

Wednesday, 2 October 2019

অশান্ত বিকেল

অশান্ত বিকেল খুঁজে ফেরে এক রক্ত মাখা রাত্রি
হিংস্র কোন দুঃস্বপ্নের ছোঁয়ায়
ঘুমন্ত শ্বাপদ জেগে উঠে শিকারের খোঁজে
এ গলি ও গলি ছুটে বেড়ায়
পোড়া মাংসের গন্ধ ওঠে হাজার চিতার ধোঁয়ায়
এ বড় কঠিন সময়
অন্ধকারেও আততায়ীর মুখ বড় চেনা লাগে
আপন যাদের ভেবেছিলে তাদের অচেনা লাগে
কাউকে কখন ও বাঁচাবার চেষ্টা করে দেখা হয়নি
নিজেকে বাঁচিয়ে এসেছি সব কিছু থেকে
আজ আমায় বাঁচাবে কে এই ঘোর অমানিশায়

Tuesday, 1 October 2019

তুমি একটুও বদলে যাওনি

আমাকে ভেবে আঁকিবুঁকি কাটো
হিসাবের খাতার পেছনের পাতায়
আপন মনে পুরোনো দিনের কথা মনে করে
পেন্সিল এর আঁচড় গুলো
থমকে যায় হঠাৎ করে
বিশেষ কোনো মুহূর্তের স্মৃতিতে গিয়ে ফিরে
ঝাপসা ধোঁয়ার মাঝে হারিয়ে যেতে যেতে
এক চিলতে হাসি ফোটে ঠোঁটের কোণে
এভাবেই ফিরে এসো আবার আমার কাছে
আমার থেকে অনেকদুরেও থেকে আমার মনে
না তুমি একটুও বদলে যাওনি
ঠিক আগের মতোই আছো আমি জানি