একেক দিন জেগে উঠে ঠিক বুঝতে পারি
কোন কিছুই যেন ঠিক ঠাক নেই
এতে দুঃখ বা আনন্দ কোন অনুভূতি হয়না
কেবল কেমন যেন ছন্নছাড়া একটা ঘোর
যাই করি তার কোন মানে খুঁজে পাই না
শেষে বেরিয়ে পড়ি দিশাহীন ভাবে
এক পা আরেক পায়ের আগে ফেলে
কোথায় যাই জানিনা জানার ইচ্ছে ও করেনা
এসব ই কিন্তু তোমার জন্য হয়
তুমি চলে গিয়ে একলা হয়ে গেছি ঠিক ই
কিন্তু কোন একাকিত্ব বোধ গ্রাস করে নি আমায়
কারণ তুমি রয়ে গেছো আমার অস্থি মজ্জায়
চিনচিনে ব্যথা হয়ে প্রতিনিয়ত যা কষ্ট দেয় আমায়