Friday, 18 September 2020

একলা

 একেক দিন জেগে উঠে  ঠিক বুঝতে পারি 

কোন কিছুই  যেন ঠিক ঠাক নেই 

এতে দুঃখ বা আনন্দ কোন অনুভূতি হয়না 

কেবল কেমন যেন ছন্নছাড়া একটা ঘোর 

যাই করি তার কোন মানে খুঁজে পাই না 

শেষে বেরিয়ে পড়ি দিশাহীন ভাবে 

এক পা আরেক পায়ের আগে ফেলে 

কোথায় যাই জানিনা জানার ইচ্ছে ও করেনা 

এসব ই কিন্তু তোমার জন্য হয় 

তুমি চলে গিয়ে একলা হয়ে গেছি ঠিক ই 

কিন্তু কোন একাকিত্ব বোধ গ্রাস করে নি আমায় 

কারণ তুমি রয়ে গেছো আমার অস্থি মজ্জায় 

চিনচিনে ব্যথা হয়ে প্রতিনিয়ত যা কষ্ট  দেয়  আমায়


Tuesday, 15 September 2020

বাতিঘর

 সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি 

আমি প্রাচীন বাতিঘর 

আবার নেমেছে রাত 

এই ব্যাপ্ত চরাচর তার 

নিস্তব্ধ অমোঘ আলিঙ্গনে 

এখন সময় চুপ করে 

চুঁইয়ে পড়ে 

আকাশের গায়ের থেকে 

কোন কথার প্রয়োজন নেই 

কোন গল্পের আয়োজন নেই 

শুধু এক প্রহরীর মত দাঁড়িয়ে 

আমি সাক্ষী থাকি 

কিভাবে উড়ে যায় রাত 

সাঁতার কেটে  ঢেউদের সাথে


Sunday, 6 September 2020

মিলন স্নান

হৃদয়ে হৃদয় মিশিয়ে দিয়ে শোনো
আমার হৃদয়ের এই গান 
ফিরে ফিরে আসবে আবার সেই 
ভুলে যাওয়া পুরানো স্মৃতির টান 
মনের অন্তঃস্থল থেকে উঠে আসা 
পরস্পর কে বিশ্বাসের স্থান 
আঙুলে আঙুল ছুঁয়ে অনুভব করো
স্পর্শের মায়াবী আঘ্রান
মৌনতার মাঝে শুনিয়ে যায় আজ 
অন্ধকারে আলো হয়ে জ্বলা প্রাণ
হোক তারা ভরা এই রাতের গভীরে 
চাঁদের আলোয় আমাদের মিলন স্নান