একদা আমি প্রেমিক ছিলাম
তারপরে কি যে হল কে জানে
এত প্রেম কোথা দিয়ে চলে গেল
আমাকে নিঃস্ব করে পুরোপুরি
পথ ভুল হল নাকি বদলে গেল
এক বুক ভরা হতাশা কে সঙ্গী করে
বিবর্ণ রং চটা জানালার পর্দা হয়ে
আমি ঝুলে আছি প্রেমহীন অস্তিত্ব নিয়ে
বসন্ত বাতাস দোলা দিয়ে যায়
বর্ষা র ছিটে লেগে ভিজেও যায়
তবু হারিয়ে যাওয়া সেই রঙ
আর ফিরে আসে না চেষ্টা করেও
বোধহয় আসবেও না আর
#বিপন্নবিস্ময় #JustArunangshu