Saturday, 25 July 2020

ভয়

তুমি ওদের ভয় কর
কারন ওরা  আলাদা
ওরা তোমার মত নয়
তাই তোমার চোখে
ওদের বেশভূষা
ওদের খাওয়াদাওয়া
সব কিছুই তোমার কাছে
কেমন অদ্ভুত লাগে
কোন ক্ষতি করেনি তোমার
তবুও ওদের সাথে এই পৃথিবী
ভাগ করে নিতে
ভীষণ আপত্তি তোমার
কেন এই ঘৃণা নিজেই জানো না
তবু তুমি ওদের ভয় কর
ওদের প্রতি তোমার
এই অজানা নিঃশব্দ বিতৃষ্ণার
আয়নার মত প্রতিফলন
ওদের কোঁচকানো চোখে
ঘৃণার বিষ মাখা নজরে
চেয়ে দেখা একে অপরকে
#বিপন্নবিস্ময় #JustArunangshu 

Wednesday, 22 July 2020

স্মৃতির হাতছানি


সেই সব স্মৃতির হাতছানি
জেদী ঘোড়ার শক্তি নিয়ে
আমাকে টেনে নিয়ে যায়

সমুদ্র ডাকে আমায় 
তার নীলাভ মহিমায়
বিস্তৃত তার বিশাল সীমানায়
শূন্যতার মাঝখানে উথাল পাথাল
ক্রমাগত উঁচু নিচু ঢেউ 

অথবা সমতল ঘাসে ভরা প্রান্তর
সেখানে পুরানো বীজ চাষ
বছর কয়েক আগে রোপণ করা 
চারা গুলো কখন যে শুকিয়ে গেছে 
বুঝতেও পারিনি শিকড় আলগা ছিল

ধুলোর মাঝে খুঁজে বেড়াই
বালির মাঝে হাতড়ে চলি 
সেই চিহ্নের খোঁজে
যে অভাবের সাথে লড়াই করেছি
উপহাস গায়ে মেখে বিশাল মরুভূমির



 





Saturday, 4 July 2020

I don't know why people equate patriotism with support to the government or its leader. And it is disgusting to find even educated people in one's own circle doing so. If someone wants to support a leader of their own choice they can always do so. But what is it that make people seek validation of their choice by playing the patriotic card. How and why should one judge other's patriotism through their own prism ? 

If I'm not wrong , perhaps it was Samuel Johnson, who aptly said : “Patriotism is the last refuge of the scoundrel.” We seem to have too many of them around us .