Tuesday, 31 March 2020

বিলাপ

অতীতের কথা ভেবে এখনো বিলাপ 
ভুলে যাওয়া ভুল গুলো মনে করা
বিশাল পোড়ো বাড়ির বন্ধ ঘরে আবদ্ধ
কিছু নাছোড়বান্দা ভুতেদের অস্তিত্ব
এখানে ই আটকে গিয়ে 
অন্য সব কিছু ভুলে গিয়ে তাদের মায়াতে
বেরোবার রাস্তা খুঁজে পাওয়া যায় না আর
তবু ভালো কথা এই যে সেই পয়গম্বর
আর যাই হোক মিথ্যা বলেন নি
এমন হতে পারে তার যথেষ্ট ইঙ্গিত
তিনি দিয়েছিলেন 
নিজের পাকা দাড়িতে হাত বুলিয়ে বুলিয়ে
তবে কাউকে আটকাবার চেষ্টা ও করেন নি 
নিজের মত যে যার ধারণা নিয়ে ফিরে গিয়ে
আবার ধীরে ধীরে আবহমান ও আদিম
ধারণার বশবর্তী হয়ে 
সেই ভূত গুলোকেই ছায়া রূপে উপাসনা করেছে
তাই বুক চাপড়ে চিৎকার করে কেঁদে
অদ্ভুত সুরেলা এই অতীত বিলাসী বিলাপ 
শুনতে শুনত একদিন ঠিক অভ্যেস হয়ে যাবে

#বিপন্নবিস্ময় 
 

Sunday, 22 March 2020

বিশ্বাস নেই তোমার ছোঁয়ায়

চারিধারে এখন ভয়ের গন্ধ পাই
গলি ঘুঁজিতেই হোক অথবা 
মোড় পেরিয়ে বড় রাস্তায়
কারণ প্রতিটি পথ ই এখন নিয়ে যায়
আমাদের ভয়ের সীমানায়
ঘরের দরজা বন্ধ করে বসে আছি
আমাকে ডাকতে এসো না তুমি
খোঁজ খবর নেবার অছিলায়
তোমাকে খুব ভালোবাসি আমি
কিন্তু বিশ্বাস নেই তোমার ছোঁয়ায়

#বিপন্নবিস্ময় 

Wednesday, 18 March 2020

চলাফেরা করতে গিয়ে রাস্তায়
বুঝতে পারি জীবন এখন 
সময়ের সাথে ঘষে ঘষে 
ক্ষয়ে যাওয়া হাওয়াই চটি 
চোরেও ফিরে দেখে না
স্ট্র্যাপ বদলে দু তিন বার 
এতদিন চলেছে ভালোই
এবার ফেলে দিলেই হয় 
তবু যতদিন চলে চলুক 
এ ভাবেই টিকে যায় প্রতিবার
#বিপন্নবিস্ময়