Tuesday, 14 January 2020

চাঁদের দাগ

তোমরা কেউ দেখতে পাও না
তাই জানো না 
কেমন করে অমাবস্যার অন্ধকারে
চাঁদ কে নিংড়ে চুষে 
তার ছিবড়ে নিয়ে মাতামাতি করে
হিংস্র শ্বাপদের দল
পূর্ণিমার রাতে যখন চাঁদের আলোয়
মাতোয়ারা হয়ে তার রূপে মুগ্ধ হয়ে 
সারা পৃথিবী তাকিয়ে থাকে
একটু খেয়াল করলে দেখতে পাবে
তার গায়ে ক্ষতের গভীর দাগ

#চাঁদেরদাগ 
#বিপন্নবিস্ময়
১৪ই  জানুয়ারি ২০২০

Friday, 10 January 2020

বেলা শেষে

কখন নিজেকে হারিয়ে ফেলেছো 
বেলা শেষে কোন অজানা পথের সন্ধানে
স্বপ্নের উড়ো খই সময়ের সাথে
ছড়িয়ে ছিটিয়ে দিশাহীন 
ফেলে আসা পথের দুধারে
নিয়তির দুর্বোধ্য সংকেত
কালের অমোঘ নিয়ম 
এ সবের ই মাঝে হাতছানি দেয় 
ভাগ্যের চকিত পরিহাস
কোন দিন ই বুঝতে পারবে না
কখন সময় আসে বিদায় বলার
তবুও শুনে যাও বন্ধুদের বিদায় সম্ভাষণ
সন তারিখের হিসাব গুলিয়ে যায়
চিহ্নিত করার কোন উপায় নেই
ঘড়ি বা ক্যালেন্ডার টাঙানো থাকে না
সময়ের বিস্তৃত দেওয়ালে 







Wednesday, 1 January 2020

নতুন বছর

সময়ের চাকার আবর্তনের মাঝে 
এক মুহূর্তের জন্য এই অপেক্ষা
তার লাগি এত আয়োজন রাতের গভীরে
কিছুক্ষণ পরেই ফিরে যাবো 
সেই পুরোনো বাঁধা গতে 
নতুন পুরোনো হতে বেশি দেরী হয় না
তবু আগমন কে স্বাগত জানানোর রীতি
আছে তাই রেখে দিয়েছি বদ অভ্যেস
এত দিন পর আর কি বদলাবে
এখন অনেক কিছুই বদলে গেছে
আগের মত এই হৃদয় ছলকে ওঠে না
কারণে বা অকারণে অথবা উদ্দাম অভিসারে
চেয়ে দেখি বাঁচার আনন্দে বুঁদ হয়ে 
সবাই কেমন আলো আঁধারে মাতোয়ারা
দেখি কারণ দেখতে ভালো লাগে 
মনে হয় এই তো সবাই বেশ আছে
থাক না রসে বশে নিজেরা মিলে মিশে
যদি এক দিন ও হৃদয়ে হৃদয় মিলে যায় 
কি আর বেশি ক্ষতি হবে এই অবেলায়

#বিপন্নবিস্ময়