তোমরা কেউ দেখতে পাও না
তাই জানো না
কেমন করে অমাবস্যার অন্ধকারে
চাঁদ কে নিংড়ে চুষে
তার ছিবড়ে নিয়ে মাতামাতি করে
হিংস্র শ্বাপদের দল
পূর্ণিমার রাতে যখন চাঁদের আলোয়
মাতোয়ারা হয়ে তার রূপে মুগ্ধ হয়ে
সারা পৃথিবী তাকিয়ে থাকে
একটু খেয়াল করলে দেখতে পাবে
তার গায়ে ক্ষতের গভীর দাগ
#চাঁদেরদাগ
#বিপন্নবিস্ময়
১৪ই জানুয়ারি ২০২০