সকাল সকাল ঘুম ভেঙে আড়মোড়া ছাড়ার সময়
হঠাৎ করে মাথায় এলো এভাবে চলতে পারে না
না, রাজি নয় আমি অন্যান্য দিনের মত
আজ কেও গতানুগতিক ভাবে কাটিয়ে দিতে
ট্যালটেলে ঝোল মাখা ভাত খেয়ে ঢেঁকুর নয়
আজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে পথচারীদের
হাতে গোলাপ ধরিয়ে জাপটে ধরে চুমু খাব গালে
তারপর করজোড়ে প্রনাম করে
আমার সমস্ত ভুল , যা আমি করেছি বা করিনি
সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নেব, কারন আজ
বাস্তবতাকে অতিক্রম করে মুক্ত হওয়ার দিন
সময়ের আধুনিক দর্শনে আমার নতুন জিনিস
নৈতিকতার জন্য অপরিহার্য গুরুতর সাহস
আজ অস্তিত্বের কথা স্বীকার করে নেওয়ার দিন
তাতে যদি ভেঙে যায় অনেক হৃদয় , যাক না
আমি নিজের হৃদয় কে আর ভারী করে রাখব না