Sunday, 17 November 2019

আর কিছুই বাকি রাখল না 
জীবন একে একে গ্রাস করে ফেলে
অবাক হওয়ার সব উপাদান
সব কিছু জেনে যাবার পর মনে হয় 
এতটা না জানলেও কিছু হত না
কিছু রহস্য রয়ে গেলে ভালো হত

Friday, 15 November 2019

অস্তিত্ব

সকাল সকাল ঘুম ভেঙে আড়মোড়া ছাড়ার সময়
হঠাৎ করে মাথায় এলো এভাবে চলতে পারে না
না, রাজি নয় আমি অন্যান্য দিনের মত 
আজ কেও গতানুগতিক ভাবে কাটিয়ে দিতে
ট্যালটেলে ঝোল মাখা ভাত খেয়ে ঢেঁকুর নয়
আজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে পথচারীদের 
হাতে গোলাপ ধরিয়ে জাপটে ধরে চুমু খাব গালে
তারপর করজোড়ে প্রনাম করে 
আমার সমস্ত ভুল , যা আমি করেছি বা করিনি
সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নেব, কারন আজ 
বাস্তবতাকে অতিক্রম করে মুক্ত হওয়ার দিন
সময়ের আধুনিক দর্শনে আমার নতুন জিনিস
নৈতিকতার জন্য অপরিহার্য গুরুতর সাহস
আজ অস্তিত্বের কথা স্বীকার করে নেওয়ার দিন 
তাতে যদি ভেঙে যায় অনেক হৃদয় , যাক না
আমি নিজের হৃদয় কে আর ভারী করে রাখব না 

Monday, 11 November 2019

কত কি পাবার ছিল

মারা যাওয়ার আগে একবার
বুকের খাঁচার শেষ নিঃশ্বাস নিংড়ে দিয়ে 
শেষ বারের মত চোখ বন্ধ করে 
আমি খুঁজবো তোমায়
সেই অন্ধকারে এসো তুমি আলোর মালায়
ভাসিয়ে দিয়ে যেও সমস্ত চেতনার
আনাচে কানাচে কোনে বা প্রান্তরে
তীব্র স্ফুলিঙ্গের জ্বলজ্বল শিখায়
বর্ষার বেগবতী নদীর প্রবাহে
আমার হৃদয় ছুঁয়ে কড়া নেড়ে বিলি করে দিও
সেই চিঠি গুলো যা কোনদিন পৌঁছতে পারেনি
আমার ছন্নছাড়া যাযাবর জীবনের ঠিকানায়
ফিস ফিস করে সান্ত্বনা জড়ানো কণ্ঠে
আমার নাম ধরে ডেকে বুঝিও দিও
তোমার কাছ থেকে কত কি পাবার ছিল আমার
আর এই শেষ বেলায় এসে কত কি হারালাম 

Thursday, 7 November 2019

চিরকাল

চিরকাল কতদিন স্থায়ী হয় সময়ের হিসাবে
গ্রীষ্ম শীত বসন্তের স্মৃতি নিয়ে
কতদিন বেঁচে থাকে বিশাল মহীরুহ
পূর্ণিমার আলো গায়ে মেখে 
শিশির ভেজা সন্ধ্যা গুলির সাথে
সারি সারি কবরের 'পরে
রেখে দিয়ে শুকনো পাতার দীর্ঘশ্বাস
কতদিন লাগে শুকিয়ে যাওয়া শেকড়ের
মাটির গভীরে অঙ্গার হয়ে যেতে 
তারপর লাভা স্রোতের সাথে মিশে
একদিন পুড়ে ছাই হয়ে যাওয়া
চিরকাল ই এই ভাবে শেষ হয় চিরকাল